বিপিএলে আর আসা হচ্ছেনা ভারতীয় উপস্থাপিকার
এবার বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা ,বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারতের ক্রীড়া উপস্থাপিকা রিধিমা পাঠককে নিয়ে আসার পরিকল্পনা বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতির কারণেই এমনটা হয়েছে।

ভারতের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা রিধিমা পাঠক। আইপিএল, আইএল টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি লিগে তার সরব উপস্থিতি। এবারের বিপিএলে তাকে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবিও।
বিপিএলের উৎকর্ষতা বাড়াতে রিধিমাকে আনার চিন্তা করা হলেও এখন সেই সিদ্ধান্তের বিপরীতে হাঁটছে কর্তৃপক্ষ। তাকে বাদ দেওয়া হয়েছে বিপিএল থেকে। যদিও বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ক কিছুটা শীতল। ক্রিকেটের বাইরেও তার প্রকোপ পড়েছে।
ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর বিসিবি আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসির কাছে ই-মেইলের মাধ্যমে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার কথাও জানিয়েছে বিসিবি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















