অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা আজ টাইগারদের । বুলাওয়াতে বাংলাদেশ আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ’ব্রি’ গ্রুপে। আজ দ্বিতীয় ম্যাচ তাদের। টুর্নােমেন্টের শুরুটা টাইগারদের জন্য মোটেও স্বস্তির হয়নি। হার দিয়ে শুরু হয় বিশ্বকাপে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরে যায়।
দুর্ভাগ্য বাংলাদেশের। চমৎকার অবস্থানে থেকেও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশ হেরে যায়। ২৩৯ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এক পর্যায়ে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও মাত্র ৪০ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে জয় হাতছাড়া করে।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে না পারলে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে ওঠার পথটা কঠিন হয়ে পড়বে। গ্রুপে বর্তমানে ভারত দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নিউজিল্যান্ডের পয়েন্ট ১। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্টও ১। বাংলাদেশের সংগ্রহের ভান্ডার এখনো শূন্য। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রের ভান্ডারে পয়েন্ট জমা হয়েছে। বাংলাদেশ আগামী ২৩ তারিখ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















