আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না টাইগাররা – আজ রোববার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা।
এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন,
কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।
গতকাল শনিবার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। শেষ পর্যন্ত আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন-তাসকিনরা বিশ্বকাপ মিশন শুরু করবেন। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। টাইগাররা তাদের পরের ম্যাচ খেলবে ৯ ফেব্রুয়ারি, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। আর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু মুম্বাই।তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে ।
