ঢাকা বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ। আজ ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করে আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজকে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হকের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরি, বিভাগীয় কমিশনার, ঢাকা।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা ও জেলা ক্রীড়া অফিস, ঢাকার আয়োজনে ঢাকা বিভাগীয় পর্যায়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ বিকেলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিথিরা তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ ও বিকাশে এ ধরনের আয়োজন করার গুরুত্ব আরোপ করেন। এ সময় জানানো হয়, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলই জাতীয় পর্যায়ে খেলা সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান, পরিচালক, ক্রীড়া পরিদপ্তর, সালমা খাতুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন ও এপিএবি), ঢাকা, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














