সিলেট পর্ব শেষে বিপিএলে ব্যাট-বলে শীর্ষ পাঁচে যারা । চার-ছক্কার টানটান উত্তেজনা আর রোমাঞ্চর মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বের খেলা। সিলেট পর্ব শেষ এবার বিপিএলে ঢাকা পর্বের জন্য অপেক্ষা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্বের জমজমাট লড়াই। ৩০ ম্যাচের লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ হবে ঢাকায়।
গত সোমবার সিলেট পর্ব শেষেই প্লে-অফের তিনটি দল পেয়ে গেছে ২০২৬ বিপিএল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসকে নিয়ে শেষ চারে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রাজশাহীই। ঢাকা পর্বে নির্ধারিত হবে প্লে-অফের চতুর্থ দল ও কারা এলিমিনেটর ও কারা প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সেটি।
প্লে-অফ নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন সবচেয়ে বেশি রান নিয়ে ঢাকা আসছেন। আট ম্যাচে ২৯২ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটি পাওয়া নাজুমলের স্ট্রাইক রেট ১৪২.৪৩। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে তিনজন স্থানীয় ও দুজন বিদেশি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।
দুইয়ে আছেন পারভেজ হোসেন ইমন। সিলেটের এই ব্যাটার ৯ ম্যাচে করেছেন ২৮৮ রান। ১৩০.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনটি ফিফটি আছে তার। তিনে অ্যাডাম রসিংটন। চট্টগ্রামের এই ব্যাটার ৬ ম্যাচ খেলে তিন ফিফটিতে করেছেন ২৫৮ রান। চারে আছেন রংপুরের তাওহীদ হৃদয়। ৮ ম্যাচ খেলে ১২৭.৭৭ স্ট্রাইক রেকে দুই ফিফটিতে করেছেন ২০৭ রান। এছাড়া পাঁচে আছেন ডেভিড মালান। রংপুরের এই ব্যাটার ৬ ম্যাচ খেলে করেছেন ২০৩ রান।
তবে বল হাতে নোয়াখালীর পেসার হাসান ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। এছাড়া চট্টগ্রামের পেসার শরিফুল ইলাম ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে দুইয়ে অবস্থান করছেন। সমান ১৩ করে উইকেট শিকার করেছেন রংপুরের মোস্তাফিজ, রাজশাহীর রিপন মন্ডল। এছাড়া ১২ উইকেট নিয়ে পাঁচে আছেন সিলেটের স্পিনার নাসুম আজমেদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















