টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস

রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস মুখোমুখি। ছবি: সংগৃহীত

রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্ডেজ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সিদ্ধান্তে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত

ম্যাচটি শুরু দুপুর ১টায়। এর আগে বিপিএলের উদ্বোধনী ম্যাচের শান্তর সেঞ্চুরিতে বড় জয় পায় রাজশাহী। এদিকে ঢাকার হয়ে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তাসকিনের।

রাজশাহী ওয়ারিয়র্স একাঃ সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হোসেন অহিন, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো এবং সন্দীপ লামিচানে।

ঢাকা ক্যাপিটালস একাদশঃ সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা এবং জিয়াউর রহমান শরীফি।

Exit mobile version