ভারত ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ইসুতে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হয়েছে। চলমান জটিল পরিস্থিতির উত্তেজনার মাঝেই ভারত ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ দায়িত্ব পালন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিভি আম্পায়ার তিনি।
রোববার ভাদোদারায় তিন ম্যাচের সিরিজটির প্রথমটিতে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে মূল আম্পায়ারের দায়িত্বে আছেন ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা। এখন পর্যন্ত ৩২টি টেস্টে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজের ব্রিজবেন টেস্টেও মূল আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন ৪৯ বছর বয়সী শরফুদ্দৌলা।
মেয়েদের ম্যাচেরও পালন করেছেন দায়িত্ব। আম্পায়ার ছিলেন তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। চলমান বিপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। গত বৃহস্পতিবার নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি।
তিন দিন পর আইসিসির ডাকে সাড়া দিয়ে এখন তিনি ভারতে। নিরাপত্তা শঙ্কায় প্রতিবেশী এই দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার কথা বলেছে বাংলাদেশ।
