সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে বড় বাধা কেটে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের সামনে। ফিফা আনুষ্ঠানিকভাবে রিয়াদের ক্লাবটির ওপর আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে। নিষেধাজ্ঞা মুক্ত আল-নাসর , শিরোপা দৌড়ে রোনালদোর বড় স্বস্তির খবর এটি। সব আর্থিক ও নিয়মগত শর্ত পূরণ হওয়ায় মামলাটি বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত ১৯ ডিসেম্বর ফিফা নিষিদ্ধ ক্লাবগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করলে সেখানে আল-নাসরের নাম উঠে আসে। তবে কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় জটিলতা কাটিয়ে সেই তালিকা থেকে নিজেদের নাম সরাতে সক্ষম হয় ক্লাবটি। এর ফলে আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা থাকছে না।
ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও সৌদি সংবাদমাধ্যম আল রিয়াধিয়া জানিয়েছে, ২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তেকে দলে নেওয়ার চুক্তির একটি কিস্তির অর্থ সময়মতো পরিশোধ না করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এর আগেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল আল-নাসর। ২০২৩ সালের জুলাইয়ে লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ানোর সময় পারফরম্যান্স-ভিত্তিক বোনাস পরিশোধ না করার অভিযোগে ট্রান্সফার নিষেধাজ্ঞা পেয়েছিল ক্লাবটি। পরে বকেয়া পরিশোধের পর সেটিও তুলে নেয় ফিফা।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সবচেয়ে স্বস্তিতে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি ২০২৫–২৬ মৌসুমে আল-নাসর দুর্দান্ত ফর্মে রয়েছে। লিগে ৯ ম্যাচে শতভাগ জয় নিয়ে ২৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রোনালদোর দল।
এদিকে আজ রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে ইরাকের আল-জাওরা এসসির বিপক্ষে মাঠে নামবে আল-নাসর। এই ম্যাচে বিশ্রামে থাকবেন রোনালদো। ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-ওখদুদের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।
জানুয়ারিতে নতুন করে দল গড়ার সুযোগ তৈরি হওয়ায় আল-নাসরের শিরোপা স্বপ্ন এবার আরও বাস্তব রূপ নিতে পারে, যার কেন্দ্রবিন্দুতেই থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
