আবার কোর্টে ফিরছেন ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড পেয়েছেন ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা। সবচেয়ে বেশি বয়সে এই প্রতিযোগিতার খেলার রেকর্ড গড়বেন তিনি। তার আগে খেলবেন অকল্যান্ড ওপেনে।
গত মাসে বিয়ে করেছেন ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি বয়সে খেলার কীর্তি গড়েছিলেন জাপানের কিমিকো ডেট। ২০১৫ সালে ৪৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেয়ে অভিভূত ভেনাস। বিশ্বের সাবেক এই এক নম্বর তারকা বলেছেন, আবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ উত্তেজিত। খেলার জন্য মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ান ওপেনে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আবার খেলোর সুযোগ দেওয়ায় আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সুযোগটা আমার টেনিস ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ১৯৮৮ সালে ভেনাস প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন এই মার্কিন তারকা। একাধিকবার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেও ভেনাস কখনো অস্ট্রেলিয়ান ওপেনের এককের শিরোপা জিততে পারেননি। ২০০৩ ও ২০১৭ সালে ফাইনালে খেলেছিলেন। তবে নারীদের দ্বৈতে ও মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছেন তিনি। মেলবোর্ন পার্কে তিনি ৫৪টি এককের ম্যাচ জিতেছেন, হেরেছেন ২১টিতে।
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ভেনাস এখন অকল্যান্ড ওপেনে খেলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানেও তিনি ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















