নওগাঁয় অনুষ্ঠিত হলো বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ ২০২৫

তারুণ্যের উৎসবে বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, ছবি: সংগৃহীত

তারুণ্যের উদ্দীপনা ও ক্রীড়াস্পৃহাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ ২০২৫ । বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) আয়োজনে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি স্পোর্টস ফিল্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চারটি দল অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৩৬ জন খেলোয়াড় নক আউট (একক এলিমিনেশন) পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সুরমা দলকে ৫–২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে মেঘনা দল। মেঘনা দলের ফাতেমা ম্যাচ সেরা হন।

দ্বিতীয় সেমিফাইনালে পদ্মা দল ২–১ ব্যবধানে যমুনাকে হারিয়ে ফাইনালে পৌঁছে। পদ্মা দলের পারভেজ ম্যাচ সেরার সম্মান লাভ করেন। ফাইনালে মেঘনা দল দুর্দান্ত নৈপুণ্যে পদ্মা দলকে ৯–০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেঘনা দলের হৈমন্তী ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অসাধারণ নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়, ছবি: সংগৃহীত

চূড়ান্ত ফলাফলে তৃতীয় স্থান লাভ করে যমুনা ও  চতুর্থ স্থান অর্জন করে সুরমা। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেডো বাংলাদেশের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক কামরুজ্জামান শাহীন। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারী দলকে ট্রফি,মেডেল প্রদান করা হয়।

টুর্নামেন্টে ম্যাচ আয়োজকের দায়িত্বে ছিলেন বিবিএসএ এর দক্ষ কোচ ও সংগঠক  মোঃ আলী ইমাম হোসেন এবং নাঈমুল হক।

Exit mobile version