বিজয় দিবস জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫
আকিজ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বিজয় দিবস উন্মুক্ত ও জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত হয়েছে। গত ১৯ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শেখ জসিম উদ্দিন।
প্রতিযোগিতায় বিকেএসপি, রাজশাহী, ঝালকাঠি, সিলেট, নরসিংদী, মাগুরা, ঠাকুরগাঁও, মাদারীপুর, গুলশান ক্লাব, ব্রাহ্মনবাড়িয়া, উত্তরা ক্লাব, আইসি ক্লাব, মৌলভীবাজার, নরডিক ক্লাব, ঢাকা ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা অফিসার্স ক্লাব , গুলশান ইয়ুথ ক্লাব হতে ১৫২জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
খেলার চূড়ান্ত ফলাফল:
(ক) পুরুষ একক: চ্যাম্পিয়ন – কাব্য গায়েন (বিকেএসপি) ; রানারআপ – জাওয়াদ মো. ভূইয়া (উত্তরা ক্লাব)
(খ) পুরুষ দ্বৈত: চ্যাম্পিয়ন – মো. সায়েম (এনটিসি) ও জারিফ আবরার (ক্যান্টনমেন্ট) জুটি ; রানারআপ -মাহান বিন মালেক ও তানভির মুন তুষার (বিকেএসপি) জুটি।
(গ) মহিলা একক: চ্যাম্পিয়ন – সুমাইয়া আক্তার (ঝালকাঠি) ; রানারআপ – সুবর্না খাতুন (বিকেএসপি)
(ঘ) মহিলা দ্বৈত: চ্যাম্পিয়ন -সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন (ঝালকাঠি) জুটি; রানারআপ – ইয়ানা চৌধুরী (নওগাঁ) ও সুবর্না খাতুন (বিকেএসপি) জুটি
(ঙ) বালক একক অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন – সাবির ইসলাম (বিকেএসপি) ; রানারআপ – জোবায়ের ইসলাম (বিকেএসপি)
(চ) বালিকা একক অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন – জান্নাত হাওলাদার (মাদারীপুর); রানারআপ – মাসতুরা আফরিন (ব্রাহ্মনবাড়িয়া)
(ছ) বালক একক অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন – মো. নাফিস আদনান (বিকেএসপি); রানারআপ -আবির রহমান (বিকেএসপি)
(চ) বালিকা একক অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন – আয়েশা রহমান আসফি (বিকেএসপি); রানারআপ – মোছা. মনিষা আক্তার (বিকেএসপি)
(ঙ) বালক একক অনূর্ধ্ব-১০: চ্যাম্পিয়ন – জাহিদ ইসলাম (রাজশাহী) ; রানারআপ -ইয়ামিন
(চ) বালক/বলিকা একক অনূর্ধ্ব-৮: চ্যাম্পিয়ন – রিয়ান আহমেদ (এনটিসি); রানারআপ – রাহিল (মাদারীপুর)
ফাইনালে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ এ এম জিন্নাহ, নির্বাহী সদস্য জহিরুল আলম ভূইয়া, টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম (সোহেল) ছাড়াও বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
