সারা বিশ্বে টি-টোয়েন্টি খেলা মানেই ব্যাটিংবান্ধব উইকেট। রান বন্যায় মাঠ ভেসে যাওয়া। একদম ব্যাটিং স্বর্গ। যেখানে গতি ও উচ্চতা থাকবে স্বাভাবিক। বল ব্যাটে আসবে স্বাভাবিক গতি ও উচ্চতায়। কোনোরকম মুভমেন্ট কিংবা টার্ন থাকবে না। ব্যাটাররা হাত খুলে বাহারি শটস খেলবেন। চার ও ছক্কায় মাঠ গরম থাকবে। এটিই এই সংস্করণের মূল মন্ত্র।
সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।