বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর রহিম। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পা রেখেছেন শততম টেস্টে। আর শুধু ম্যাচ খেলার মধ্যেই থেমে থাকেননি, সেঞ্চুরি করে এই মাইলফলককে আরও স্মরণীয় করে তুলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার পারফরম্যান্সে বাংলাদেশ জিতেছে ম্যাচও, ফলে অর্জনটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩










