ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। সেই সাথে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং সবদিকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন মিরাজ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে ইংলিশরা। তাই পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কেমন পারফরমেন্স করে সাকিব, মিরাজ, মুশফিকরা সেই দিকেই এখন সব ক্রিকেটপ্রেমীর নজর।