মারুফা আক্তারের পর স্বর্ণা আক্তার। এবার যোগ হোলেন আরেক আক্তার, নাহিদা। একজন কাঁপিয়ে দিয়েছেন দেশের মাটিতে ভারতীয় মেয়েদের। অন্যজন, স্বর্ণা, স্পিন ভেল্কিতে জাদু দেখিয়েছেনে দক্ষিণ আফ্রিকার মাটিতেই প্রোটিয়া মেয়েদের বিপক্ষে। আর নাহিদাতো পৌঁছে গেলেন অন্য এক ল্যান্ডমার্কে। প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে হয়ে গেলেন আইসিসি’র মাস সেরা। হোম সিরিজে কব্জির মোচড়ে কুপোকাত করেছিলেন পাকিস্তানী মেয়েদের। তারই স্বীকৃতি পেলেন ২৩ বছর বয়সি এই স্লো লেফট আর্মার।