কালো আর্ম ব্যান্ডে নীরব প্রতিবাদ উসমান খাজার

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন চলমান। গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ক্রীড়াঙ্গনেও যার নজির দেখা যাচ্ছে। যুদ্ধবিদ্ধস্ত এই মুসলিম দেশটিকে সমর্থন জানাতে চেয়ে বিশেষ জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর বাধায় সেটি সম্ভব হয়নি।

Exit mobile version