আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে আলোচিত মুখ বাংলাদেশের মারুফা আক্তার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। প্রথমজন ঢাকায় ভারতীয় দলের বিপক্ষে গতিতে ঝড় তুলেছিলেন। আর রাবেয়া তো লেগ ব্রেকের পাশাপাশি ব্যাটিংয়েও দলের কান্ডারী হিসেবে কাজ করেন। কিন্তু আগামী বছর শুরু হতে যাওয়া নারী আইপিএলের দ্বিতীয় আসরে দল পাননি এই দুই ক্রিকেটার।