পিটার ড্রুরি, ফুটবল ধারাভাষ্যের কবি

পেনাল্টি পর্বের শেষ কিক। নেবেন গনজালো মনটিয়েল। ধীর পায়ে হেঁটে আসছেন। সারা বিশ্বের নজর চার নম্বর ওই জার্সির দিকে। তাঁর কিকের ওপরই লেখা হয়তো হয়ে যাবে ইতিহাস। লম্বা একটা শ্বাস নিলেন মনটিয়েল। ডান পায়ের জোরালো শটে বলটা জড়িয়ে গেল জালে। মেসি জিতলেন বিশ্বকাপ, আর্জেন্টিনা জিতলো বিশ্বকাপ। পুরো ছবিটা এত সুন্দর হতো না যদি পিটার ড্রুরি তাঁর অসাধারণ ঢঙে দৃশ্যের বিবরণটা না দিতেন।

Exit mobile version