ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিলো বাংলাদেশ সময় ২২ নভেম্বর সকাল সাড়ে ছয়টা। ম্যাচ শুরুর আগে রীতি অনুযায়ী উভয় দলের জাতীয় সঙ্গীত বাজার পাালা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় ঘটনার শুরু। ব্রাজিলের সমর্থকরা দুয়ো দিতে শুরু করলে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে মাঠ ছেড়ে যান আর্জেন্টিনার ফুটবলাররা।