বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলে কি মরে গিয়ে বেঁচে গেছেন? এমন প্রশ্নই উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবলীয় কর্মকাণ্ডে। দলে বলার মতো পারফর্মার নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলে দশ দলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আছে ছয় নাম্বারে। এই অবস্থানে থাকলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা হবে না সেলেকাওদের। তার ওপর ফেডারেশনের ওপর সরকারী হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে দেশটি। আর এই কারণেই মুখ খুলতে বাধ্য হলেন কিংবদন্তী পেলের সন্তান এডিনহো। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘বাবা বেঁচে থাকলে এই ব্রাজিল দলকে দেখে খুব কষ্ট পেতেন।’