বক্সিং গ্ল্যাভস হাতে রিংয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আগেও দেখা গেছে। এমনকি দেখা গেছে নেইমারের বিপক্ষেও। বিষয়টা এখন এখানেই সীমাবদ্ধ নয়। তার ডালপালাও মেলতে শুরু করেছে। নিয়মিতই তাকে দেখা যাচ্ছে বক্সিং দুনিয়ায়। অনেকটা প্রমোটারের ভূমিকায়। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। রোনালদোকে দেখা যাচ্ছে প্রমোটারের ভূমিকায়। আর দশটা খেলার সাথে বক্সিংয়ের পার্থক্যটা এখানেই। বক্সিংয়ে ব্যাপারগুলো আর দশটা খেলার চাইতে ভিন্ন। যেখানে প্রমোটাররা থাকেন মূল নিয়ামকের ভূমিকায়।