আর মাত্র একদিন বাদেই মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বক্সিং ডে’- টেস্ট। বড়দিনের একদিন পরেই অর্থাৎ বক্সিং দিবসে শুরু হবে ঐতিহ্যবাহী টেস্ট ম্যাচটি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ভারত ইতিমধ্যেই আসন্ন টেস্ট ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। অন্যদিকে, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান।