মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের হোম অফ ক্রিকেট। বিশ্বের আর কোন ক্রিকেট খেলুড়ে দেশই এভাবে কোন নির্দিষ্ট একটি স্টেডিয়ামের প্রতি এতোটা নির্ভর নয়। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। ইচ্ছেমতো উইকেট বানাও আর এর ফায়দা লুটে নাও। এবার যেমন, টেস্টের প্রথম দিনেই পড়লো ১৫ উইকেট। তাও আবার নিউজিল্যান্ডের মতো দলটার ৫ উইকেট নেই ৪৬ রানে।