বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয় দিয়ে গেলো বারের ফাইনালে পরাজয়ের চার বছর পর সেই আক্ষেপ অনেকটাই মিটিয়েছে কিউইরা। যদিও ফাইনালে হারের আক্ষেট শুধু একটা জয় কখনোই পূরণ হওয়ার নয়। এদিকে একযুগ পর বিশ্বকাপ খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর ইচ্ছা থাকলেও বড় ব্যবধানেই হেরে গেছে ডাচরা। তাই আগামী ম্যাচে কিউইদের বিপক্ষে বেশ জোরেসোরেই মাঠে নামতে চায় স্কট অ্যাডওয়ার্ডসের দল।