মাঠ ও মাঠের বাইরে সাকিব থাকেন আলোচনায়। অবশ্য মাঠের বাইরে সাকিব মানেই যেন নেতিবাচক খবর। যেমনটা এবার শুরু হয়েছে বিশ্বকাপ শুরুর আগে। তামিমের ইনজুরি নিয়ে দলের প্রতি তার নিবেদন নিয়ে সাকিব প্রশ্ন তুলে উসকে দিয়েছেন বিতর্ক। সেই বিতর্কের তীর ফিরেছে তার দিকেও। প্রশ্ন উঠিছিলো একজন অধিনায়ক কেন, একজন ক্রিকেটারও কি পারেন তার সতীর্থের প্রতি এভাবে ক্ষোভ প্রকাশ করতে…..