কলকাতায় আয়োজকদের চরম অব্যবস্থাপনায় বিরক্ত হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়তে হয়েছিল আর্জেন্টিনা অধিনায়ককে। দর্শকদের হতাশা, নিয়ন্ত্রণহীন ভিড় আর বিশৃঙ্খল ব্যবস্থাপনা পুরো আয়োজনটাই ম্লান করে দেয়। সেই অভিজ্ঞতা নিয়েই শনিবার কয়েক ঘণ্টা কলকাতায় থেকে সেখান থেকে হায়দ্রাবাদে যান মেসি। এরপরে মুম্বাইয়ের পথে রওনা হন মেসি। ভারতীয় কিছু সংবাদমাধ্যমের তথ্যমতে বিরাট কোহলি এর সাথেও দেখা করবেন মেসি।
হায়দরাবাদে ছবিটা ছিল একেবারেই ভিন্ন। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এখানে দর্শকদের অগ্রাধিকার দেওয়া হয়, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ছিল স্পষ্ট প্রস্তুতি। ফলাফলও মিলেছে হাতেনাতে। স্বস্তি আর সন্তুষ্টি নিয়ে হায়দরাবাদ ছাড়েন এলএমটেন। সেখান থেকে ব্যক্তিগত বিমানে রওনা হয়েছেন মুম্বাইয়ের উদ্দেশে, যেখানে আজ (রোববার) অপেক্ষা করছে আরও ব্যস্ত এক সূচি।
মুম্বাই সফরে মেসির প্রথম গন্তব্য ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া। সেখানে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে প্রদর্শনীমূলক ‘প্যাডেল কাপ’। এই আয়োজনে তার সঙ্গে থাকতে পারেন শচীন টেন্ডুলকার, শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন শাহরুখ খানও। পুরো আয়োজনেই থাকবে তারকা ছোঁয়া।
এরপর বিকেল পাঁচটায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে বলিউড তারকাদের নিয়ে হবে সেভেন-এ-সাইড প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথাও রয়েছে আর্জেন্টিনা বিশ্বজয়ী অধিনায়কের। রাত আটটা পর্যন্ত ওয়াংখেড়েতেই থাকার কথা তার।
মুম্বাই সফরের শেষ ভাগে রয়েছে আরও এক বিশেষ আয়োজন। কাতার বিশ্বকাপ ২০২২–এর স্মারক নিয়ে একটি নিলাম এবং ব্যক্তিগত চ্যারিটি ফ্যাশন শো। জন আব্রাহাম, করিনা কাপুর খান, জ্যাকি শ্রফসহ বলিউডের একাধিক তারকাকে দেখা যাবে এই রুদ্ধদ্বার অনুষ্ঠানে। পুরো সফরে মেসির সঙ্গী থাকছেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
এদিকে, মুম্বাইয়ে মেসির সঙ্গে বিরাট কোহলির সাক্ষাতের সম্ভাবনাও আলোচনায়। লন্ডন সফর শেষ করে ইতোমধ্যে শহরে ফিরেছেন ভারতের ব্যাটিং তারকা। যদিও ঠিক কখন দুজনের মুখোমুখি দেখা হবে, তা এখনও নিশ্চিত নয়।
কলকাতার হতাশা পেছনে ফেলে হায়দরাবাদের স্বস্তি আর মুম্বাইয়ের ঝলমলে ব্যস্ততা নিয়ে এগোচ্ছে মেসির ভারত সফর। শেষ পর্যন্ত স্মৃতির খাতায় কোন শহর কতটা জায়গা পায়, সেটাই এখন দেখার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















