বিপিএল মাতাতে সিলেটে ওয়াসিম ।বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাতাতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিম। মারকুটে ব্যাটার হিসেবেই বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিতি। এবার তিনি আসলেন বিপিএল মাতাতে। মোহাম্মদ ওয়াসিম বিপিএলে খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষে।
এই ওপেনার ব্যাটারকে দলভুক্ত করা রাজশাহীর জন্য প্রয়োজনীয় ছিল। কারণ, দলটির বিদেশি ওপেনার সাহিবজাদা ফারহান পুরো আসর খেলতে পারবেন না। বর্তমানে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান রাজশাহীর পক্ষে ইনিংস উদ্বোধন করছেন। তবে ফারহান আবার ডাক পেয়েছেন জাতীয় দলেও। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান দলে যোগ দিতে হবে তাকে।
ফারহান চলে গেলে একটি শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা ঢাকতেই ওয়াসিমকে আনছে রাজশাহী। ৩১ বছর বয়সী ওয়াসিম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩০টি। তার ব্যাট থেকে এসেছে মোট ৪১৪০ রান। স্ট্রাইকরেটও নজরকাড়া, প্রায় ১৪৯। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ২৯টি হাফ-সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।
বর্তমানে আইএলটি-২০ খেলছেন ওয়াসিম। এমআই এমিরেটসের পক্ষে খেলছেন তিনি। ইতোমধ্যে দলটি প্লে-অফ নিশ্চিত করেছে। ওই টুর্নামেন্ট শেষ করে তারপরই রাজশাহীতে যোগ দিবেন ওয়াসিম।
এবারের আইএলটি-টোয়েন্টিতেও দারুণ ফর্ম আছেন এই ডানহাতি ব্যাটার। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনি আছেন চতুর্থস্থানে। ১০ ম্যাচে করেছেন ২৯৩ রান। স্ট্রাইকরেট প্রায় ১৩২। ৪২ বলে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ওয়াসিম।
