চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফাহিম আশরাফের
আমরা ভালো অবস্থানে আছি – চ্যাম্পিয়ন হতে চাই , এমনটাই মন্তব্য করেছেন রংপুর রাইডার্সের ব্যাটার ফাহিম আশরাফ। আজ বুধবার মিরপুরে দলের অনুশীলন শেষে বিপিএল নিয়ে এমন কথাই বলেছেন তিনি। চলতি বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ দলের সঙ্গে যোগ দিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সিরিজ খেলতে বিপিএল ছেড়ে গেলেও, এখন তিনি পূর্ণ মনোযোগ নিয়ে ফিরেছেন রংপুর রাইডার্সের ডেরায়। তার অনুপস্থিতিতে দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই থেকে চারে নেমে এলেও, ফাহিম আশরাফ আত্মবিশ্বাসী যে রংপুর ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে।
রংপুর রাইডার্সের স্কোয়াডে দেশি-বিদেশি তারার মেলা। টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ ও তারকাবহুল দল রংপুর। দুর্দান্ত সব জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। তবে শেষ তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেনি দলটি। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে তার দল।
সংবাদ সম্মেলনে ফাহিম আশরাফ বলেন,‘যখন রেখে গিয়েছিলাম দল ভালো খেলছিল। এখন দলকে প্লে-অফে নেওয়ার চ্যালেঞ্জ। এদিকেই এখন মনোযোগ। রংপুর এমন দল যারা ঘরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনও ভালো অবস্থায়ই আছে। একটা ম্যাচ জিতলেই মোমেন্টাম চলে আসবে, প্লে-অফ খেলব ফাইনালেও যাব।
এছাড়া ফাহিম আশরাফ দলের জয়ে অবদান রাখতে চান। তার মতে, প্রতিটি খেলোয়াড়ই জেতার জন্য খেলে এবং দলের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন,‘আমার চেষ্টা দলের জন্য অবদান রাখার। সবসময় যাতে পারফর্ম করতে পারি। সেরাটা দিতে পারি। বাকিটা সমর্থকরা বলতে পারবেন আমি রংপুরের জন্য লাকি চার্ম কিনা।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রশংসা করে ফাহিম বলেন,‘সব খেলোয়াড় জেতার জন্য খেলে। সোহান ভালো ফর্মে না থাকলেও ভালো অধিনায়কত্ব করছে। বোলিং বিভাগকে দারুণ দেখভাল করছে। ব্যক্তিগত লক্ষ্য দলকে জেতানো।
