আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন আমরা বিশ্বকাপ খেলতে চাই । তবে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে সেই বিষয়ে বোর্ডের সাথে কোয়াবের কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন শান্ত।
মঙ্গলবার মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,
না ওরকম সুযোগ হয়নি (কোয়াব থেকে বিশ্বকাপ নিয়ে বলা হয়নি)। দেখেন আমরা যারা কোয়াবে আছি তারা খেলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। পাশাপাশি সম্প্রতি একটা ঘটনা ঘটলো এটা নিয়েও আসলে খেলোয়াড়রা মাঝখানে একটু খেলা থেকে বের হয়ে গিয়েছিল। খুবই কঠিন সময় ছিল।
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটার প্রভাব খেলোয়াড়দের মনোযোগেও পড়েছে-এটা স্বীকার করেন শান্ত।বিশ্বকাপের গুরুত্ব তুলে ধরে শান্ত বলেন,
তবে একজন খেলোয়াড় হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই কেন না, কারণ এ ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের খেলা চার বছর পর পর আসে। তাই এটা আমার মনে হয় যে আমরা এটা আমাদের জন্য সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।
বিশ্বকাপকে শুধুই একটি টুর্নামেন্ট নয়, বরং নিজেকে প্রমাণ করার বড় সুযোগ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তবে পুরো বিষয়টি যে শুধুমাত্র খেলোয়াড়দের হাতে নেই, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে শান্ত বলেন,
কিন্তু এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো শতভাগ আমি ব্যক্তিগতভাবে জানি না। কিন্তু আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে আমরা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বিশ্বকাপে খেলোয়াড়রা যদি যেতে পারে অবশ্যই ভালো হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















