টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র ১২ দিন বাকি। এই আসরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের । ইনজুরির কারণে এই দলে জায়গা হয়নি অপরিহার্য পেসার আলজারি জোসেফের।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার এভিন লুইসকে রাখা হয়নি। তবে উদীয়মান তরুণ ব্যাটার কুয়েন্টিন স্যাম্পসন জায়গা পেয়েছেন। ২৫ বছর বয়সী এই ব্যাটার কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছেন ক্যারিবিয়ান জার্সিতে। ৩ ম্যাচে ৩৫ রান করলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।
অভিজ্ঞ ব্যাটার জনসন চার্লস অবশ্য আছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও আছেন। পেস বোলিংয়ে আছেন জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেইডেন সিলস। স্পিন বিভাগে আছেন আকিল হোসেন, রোস্টন চেজের সঙ্গে গুড়াকেশ মোতি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হ্যাটট্রিক করা পেসার শামার স্প্রিঙ্গারকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। আরও বাদ পড়েছেন আলিক অ্যাথানেজ, কিয়েসি কার্টি, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়েরে, র্যামন সিমন্ডস।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, শামার জোসেফ, জেইডেন সিলস ও ম্যাথু ফোর্ড।
