টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজের। এক সময়কার দাপুটে দলকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজে ছেলেখেলা করছে আফগানিস্তান। বুধবার দুবাইতে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৯ রানে জয় পেয়েছে। আফগানিস্তানের করা ১৮৯ রানের জবাবে দ্বিতীয় ম্যাচেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তারা ১৫০ রানে অল আউট হয়।
এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেড়েছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা।
শুরুতে আফগানিস্তান ধাক্কা খেলেও তা ভালোভাবেই সামলে নেয় তারা। ৩৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও সেদিকুল্লাহ অতল ও দারউইশ রাসুলির চমৎকার ব্যাটিং আফগানকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি তাদের। উভয়ে করেন হাফ সেঞ্চুরি। সেদিকুল্লাহ ৪২ বলে করেন ৫৩ রান। আর রাসুলির সংগ্রহ ছিল ৩৯ বলে ৬৮।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য এক প্রান্তে ওপেনার ব্রান্ডন কিং ছিলেন অটল। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখেছেন তিনি। ৪১ বলে ৫০ রান ছিল তার সংগ্রহ। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়া শিমরন হেটমায়ের করেন ৪৬ রান।
আফগানিস্তানের মুজিব উর রহমান ছিলেন সফল বোলার। ৪ উইকেট তার শিকার।
সংক্ষিপ্ত স্কোর
- আফগানিস্তান: ১৮৯/৪ (২০ ওভার)। (সেদিকুল্লাহ ৫৩, রাসুলি ৬৮, আজমতউল্লাহ ২৬*; ম্যাথিউ ফোর্ড ২/২৫)।
- ওয়েস্ট ইন্ডিজ: ১৫০/১০ (১৮.৫ ওভার)। (ব্রান্ডন কিংস ৫০, শিমরন ৪৬; মুজিব উর রহমান ৪/২১)।
- ফল: আফগানিস্তান ৩৯ রানে জয়ী।
- ম্যান অব দ্য ম্যাচ: ডারউইশ রাসুলি।
- সিরিজের অবস্থা: তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে আফগানিস্তান ২-০তে এগিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















