মোস্তাফিজ ইস্যুতে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান । আইপিএল থেকে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া ইস্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হত। তবে দেশে আইপিএল সম্প্রচার ইস্যুটির আইনগত দিকগুলো খতিয়ে দেখতে হবে।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,‘খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হত। কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের একটি খেলোয়াড়কে যুক্ত করার পর আবার রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেয়া হলো। এ দেশের জনগণের মনেও প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরও একটি অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন,‘তবে, আইপিএল সম্প্রচার করা হবে কিনা, এই অবস্থানের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। কোন দিক থেকে মোস্তাফিজকে বাদ দেয়া হলো সেটিও দেখা হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













