টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি – বিসিবি বৈঠকে যা হয়েছে , তা বিসিবির মতামত শোনার পর সিদ্ধান্ত জানাবে আইসিসি তা পর্যালোচনার পর এমনটাই জানিয়েছে বিসিবি।
বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন। আইসিসির প্রতিনিধি হিসেবে সশরীরে ছিলেন ইনটেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং অনলাইনে যোগ দিয়েছিলেন ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন্স জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।
বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি নিজেদের বক্তব্য জানিয়েছে বিসিবি। বাংলাদেশ নিজেদের অবস্থানেই অনড়। ক্রিকেটার, গণমাধ্যমকর্মী ও ভক্ত-সমর্থকদের ভারতে গিয়ে নিরাপত্তা শঙ্কা নিয়ে সরকারি যে পর্যালোচনা রয়েছে, সেটিও জানানো হয়েছে। তাই আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও উঠে এসেছে। বিষয়টি নিয়ে বলা হয়েছে,‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয়।
বিবৃতির শেষে জানানো হয়েছে, আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বিসিবির।
