বিপিএলে আজ কে ফাইনালে উঠবে-চট্টগ্রাম নাকি রাজশাহী ! রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা। ৩০ ম্যাচের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষের রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১২তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।
দল ছন্দে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। মিরপুর কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। বিপিএলের ১২তম আসরে নানা আলোচনা-সমালোচনা। মাঝে বন্ধ হওয়ারও শঙ্কা জেঁকে বসেছিল একাধিকবার।
আপাতত সবকিছু পেরিয়ে এখন শেষের অপেক্ষায় বিপিএল। সামনে বাকি এখন নকআউট উন্মাদনা, প্লে-অফের মহারণ। ছয় দল থেকে এখন ফাইনালের দৌড়ে টিকে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম আর সিলেট।
টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রামের বিপক্ষে। শেষদিকে জিমি নিশামকে ভিড়িয়ে এখন তারা আসরের অন্যতম শক্তিশালী। শুরুতে চুক্তি কম ম্যাচের হলেও, এখন রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত থেকে যেতে রাজি হয়েছেন কিউই ক্রিকেটার।

গেলো বছরও ফরচুন বরিশালের হয়ে বিপিএলে ১ ম্যাচ খেলতে এসেছিলেন জিমি নিশাম। তবে, ম্যাচ না খেলেই করেছেন শিরোপা উদযাপন। রাজশাহীতেও সময়টা কাটছে বেশ। দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী নিশাম।
রাজশাহী কিউই অলরাউন্ডার জিমি নিশাম বলেন,
গতবছর ট্রফি জিতেছিলাম। তবে, বরিশালের শিরোপা জয়ে আমার খুব একটা অবদান নেই। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বও অনেক বেশি। যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা। টপ টু, প্লে-অফে থাকায় আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। দলটাও বেশ ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে।
তবে, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস শিবিরে খুব একটা হাক ডাক নেই। নতুন করে আনছে না বড় কোনো বিদেশি তারকাকে। টানা ম্যাচ খেলার ক্লান্তিতে সোমবার আনুষ্ঠানিক অনুশীলনও করেনি দলটা। হোটেলে বসেই রাজশাহীকে আটকানোর পরিকল্পনা আঁটছে বাশার-বাবুল, শেখ মেহেদীরা। শরিফুল-তানভীরের সঙ্গে বিদেশি, মোহাম্মদ হারিস, আমির জামিলদের নিয়েই শিরোপার স্বপ্নে বুঁদ চট্টলার দলটা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















