বিপিএলে যে কারণে বড় নামের পেছনে ছোটেনি রাজশাহী

বিপিএলে যে কারণে বড় নামের পেছনে ছোটেনি রাজশাহী

ছবি: বিসিবি

বিপিএলে যে কারণে বড় নামের পেছনে ছোটেনি রাজশাহী । প্লে-অফে বড় নাম আনবে রাজশাহী? জবাব দিয়েছেন দলের বোলিং কোচ। সাথে মনে করিয়ে দিয়েছেন বড় নাম নয়, পারফর্মারদের পেছনে ছুটছে রাজশাহী ওয়ারিয়র্স। পয়েন্টের শীর্ষ দুইয়ের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাচ্ছে রাজশাহী।  

ম্যাচ শেষে রাতে সংবাদ সম্মেলনে রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং কোচ তারেক আজিজ খান। নিলাম থেকে শুরু করে বেশ কৌশলী পদ্ধতিতে এগিয়েছে রাজশাহী। বড় নামের চেয়ে বেশি জোর দিয়েছে কার্যকরী ক্রিকেটারে। পারফরম্যান্সও আসছে সেভাবেই। শেষ লিগ ম্যাচের পর সে ব্যাপারটিই মনে করিয়ে দিলেন রাজশাহীর বোলিং কোচ তারেক আজিজ খান।

এছাড়া তিনি বলেন,

‘রাজশাহীর দলের দিকে যদি তাকান, আমরা বড় নাম না, পারফর্মার খুঁজছি। আমি নিশ্চিত ম্যানেজমেন্ট এগুলো দেখছেন। দলে কোথায় ঘাটতি আছে বা কাকে দরকার। যদি দেখেন চট্টগ্রাম খুব ভালো গুছিয়ে ক্রিকেটটা খেলছে। তাদের বোলিং বিভাগ সমীহ জাগানোর মত। আগের ম্যাচে খেলা হয়েছে। জানতাম তাদের শক্তি দুর্বলতা কোথায় আছে, সেখানে কাজ করা হয়েছে। নিজেদের জায়গাও আমরা ঠিক করেছি। অন্তত ফাইনালটা আমরা ঠিক করতে চাই।

প্রথম কোয়ালিফায়ারে আগামী ২০ জানুয়ারি মাঠে নামবে রাজশাহী, প্রতিপক্ষ হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অথবা রংপুর রাইডার্স।

Exit mobile version