আগামী বছরের শুরুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের বিশেষ ক্যাম্পে সুযোগ পেয়ে বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বাংলাদেশ জাতীয় দলের বিশেষ ক্যাম্প। বিশেষ এই ক্যাম্পে নেটে ব্যাটারদের অনুশীলন দেখে টোটকা শিখিয়ে দিচ্ছেন হেড কোচ দিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
ব্যাটাররাও সুযোগ পাচ্ছেন নিজেদের ঝালিয়ে নেয়ার। অবশ্য বাংলাদেশের ক্রিকেটে সচরাচর এমন ক্যাম্প দেখা যায় না। ৪-৫ জন ক্রিকেটারকে নিয়ে বিশেষভাবে স্কিল ট্রেনিং করতে দেখা গেছে এই ক্যাম্পে। আজ (১৪ ডিসেম্বর) রোবাবর বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সেখানে বিশেষ এই ক্যাম্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
নুরুল হাসান সোহানের বলেন, ‘এরকম ক্যাম্পের সুযোগ তেমন পাওয়া যায় না। বিপিএলের আগে এই ফাঁকাটুকুই আছে। বিপিএল শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ। সবাই ম্যাচের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সবার যেসব জায়গায় উন্নতি করা দরকার স্কিল ক্যাম্পে সেগুলোই হচ্ছে। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া সূচি অনেক ব্যস্ত ছিল। এরকম ক্যাম্প করার সুযোগ ছিল না। গত ৭–৮ দিন ধরে যে কাজটা আমরা করছি সেটা অনেক কাজে দেবে। কারণ এখানে স্কিল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি।’
এছাড়া তিনি বলেন,‘আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে অভ্যস্ত। এখানে আলাদা করে ১–২ জন নিয়ে কাজ করা হচ্ছে। ব্যাটাররা আলাদাভাবে কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















