নিলামের টাকা কি পাবেন মোস্তাফিজুর রহমান?

নিলামের টাকা কি পাবেন মোস্তাফিজুর রহমান?

মুস্তাফিজুর রহমান ও বলিউড বাদশাহ শাহরুখ খান , ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য তাকে নিলাম থেকে নিয়েছিল দলটি। কিন্তু যে পরিস্থিতিতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এরপর প্রশ্ন উঠেছে নিলামের টাকা কি পাবেন মোস্তাফিজুর রহমান?

আইপিএল শুরু ২৬ মার্চ। এবার বিসিসিআইয়ের অনুরোধে পুরো মৌসুম খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু এপ্রিলের মাঝামাঝি জাতীয় দলের ব্যস্ততার কারণে ৭ দিনের জন্য বাংলাদেশে আসার কথা ছিল মোস্তাফিজের।

কিন্তু পুরো আসরের জন্যই এখন মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে বিসিসিআই। কিন্তু মোস্তাফিজ নিজে যেহেতু সরে দাঁড়াননি সেক্ষেত্রে তার নিলামে পাওয়া ৯ কোটি ২০ লাখ রুপি মূল্যটা কি তিনি পাবেন? ১৯ বছরের আইপিএল ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হয়েছে।

নিলামের টাকা কি পাবেন মোস্তাফিজুর রহমান? , ছবি: সংগৃহীত

বিসিসিআই চাইলে আইপিএল বিষয়ে যেকোনো সিদ্ধান্ত যেকোনো সময় নিতে পারে। এমনকি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে খেলা থেকে বিরত রাখা বা নিষিদ্ধ করাও। তবে মোস্তাফিজের বিষয়টি একেবারেই ভিন্ন। কারণ, এর আগে কোনো খেলোয়াড়কে নিলামের মাধ্যমে নেওয়ার পর শুধু রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়া হয়নি।

আইপিএলে ‘নো প্লে, নো পে’(খেলা না হলে বেতন নয়) নিয়ম রয়েছে। এই নিয়ম তখনই কার্যকর, যখন কোনো খেলোয়াড়কে নিলামে কেনার পর তিনি একটি ম্যাচও না খেলেই টুর্নামেন্ট থেকে সরে যান। সেটি ইনজুরি কিংবা যেকোনো কারণে সরলেও। এ ধরনের ঘটনায় খেলোয়াড়টিকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।

মোস্তাফিজের ক্ষেত্রে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতিবাদের মুখে ফ্র্যাঞ্চাইজিই তাঁকে বাদ দিয়েছে। সেটিও বোর্ডের নির্দেশে। নিয়ম অনুযায়ী, নিলামের পর খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়। যদি খেলোয়াড় আহত না হন এবং খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিকে পারিশ্রমিক প্রদান করতে হবে। এমনকি পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসিয়ে রেখে কোনো ম্যাচ না খেলালেও।

এখন দেখার অপেক্ষা মোস্তাফিজের বিষয়ে শেষ পর্যন্ত বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়। তাকে নিলামের কানাকড়িও না দিলে সেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই আসরটির জন্য খুব বাজে উদাহরণ হয়ে থাকবে।

Exit mobile version