টানা তিন টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে রেখেছিলো বাংলাদেশ নারী ‘এ’ দল। লক্ষ্য ছিলো স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানো। তবে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো লঙ্কানরা।
অবশেষে কলম্বোর থ্রাস্টানে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে প্রথমবার জয়ের স্বাদ নিল স্বাগতিকরা।
আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১২৪ রান। জবাবে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ১৯ রানে হারের স্বাদ নিতে হয় সফরকারীদের।