আফঈদাদের এশিয়ান কাপ প্রস্তুতিতে তিন বিদেশি কোচের সন্ধানে বাফুফে

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আরও পেশাদার করে তুলতে উদ্যোগ নিচ্ছে বাফুফে। কোচ পিটার বাটলারের অধীনে গড়া দলকে শক্তিশালী করার লক্ষ্যে তিনজন নতুন বিদেশি কোচিং স্টাফ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

বাফুফে সূত্র জানিয়েছে, গোলকিপার কোচ, নারী সহকারী কোচ এবং ফিজিক্যাল ফিটনেস ট্রেনার নিয়োগের কাজ চলমান। ‘বর্তমান কোচিং স্টাফের কেউ বাদ পড়বে না,’ বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। কোচ বাটলারকে পূর্ণ সহায়তা দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের ১ মার্চ শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বিদেশে ক্যাম্পের পরিকল্পনা করছে বাফুফে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তবে জানা গেছে, দক্ষিণ কোরিয়া তাদের প্রস্তুতি নিতে চায় ইউরোপে। সে কারণে আফঈদাদের সঙ্গে তাদের ম্যাচ আয়োজন সম্ভব নয়। ‘এখন জাপান ও স্পেনের সঙ্গে কথা বলবে বাফুফে,’ জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাফুফে চায়, দেশের বাইরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে মেয়েরা খেলে অভিজ্ঞতা অর্জন করুক। নতুন বিদেশি কোচিং স্টাফ এবং আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা একত্রে আফঈদাদের খেলায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পদক্ষেপ নারী ফুটবলের অগ্রগতির পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Exit mobile version