নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের ৯ম মিনিটে দূরপাল্লার শটে গোল করেন ৯ নাম্বার জার্সিধারী আলপি আক্তার। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে করেছে বাংলাদেশ দল।
আনফা কমপ্লেক্সে বিকাল সোয়া তিনটায় ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত ম্যাচটি চেশাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। এটি ঘাসের মাঠ। কিন্তু প্রথম ম্যাচের পর মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় এই ম্যাচটি আনফা কমপ্লেক্ষে সরিয়ে আনা হয়েছে।
১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ৭-০ গোলে ভুটানকে পরাজিত করে। ২ মার্চ স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারায় সাইফুল বারী টিটুর মেয়েরা। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচের জয়ী দল এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
হেরে গেলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে কোন দলই নিশ্চই সে অপেক্ষায় থাকতে চাইবে না।