টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হাতছাড়া করার পর এবার স্বাগতিক ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান নারী ক্রিকেট দল। তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার ৩৪ রানের ব্যবধানে হেরেছে নিদা দারের দল। আগের দুই ম্যাচে যথাক্রমে ৫৩ ও ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছিলো সফরকারীরা।
হেডিংলিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। বিশতম ওভারের শেষ বলে দশম উইকেট হারানো দলটার পক্ষে ৪৮ বলে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন ওপেনার ড্যানি ওয়াট। উইকেটরক্ষক অ্যামি জোন্স দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন।
পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ২৬ রানে ও নিদা দার ৪৫ রানে তিনটি করে উইকেট নিয়েছেন। ফাতিমা সানা পেয়েছেন এক উইকেট। এছাড়া ইংল্যান্ডের তিন ব্যাটার এদিন রান আউট হয়েছেন।
১৭৭ রানের টার্গটে নিদা দারের দল কখনই আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেনি। ফলে চার উইকেটে ১৪২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সফরকারী দলকে। ২৭ বলে অপরাজিত সর্বোচ্চ ৩৫ রান করেন আলিয়া রিয়াজ। ওপেনার গুল ফিরুজার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। এছাড়া নিদা দারি অপরাজিত ২৯ ও সিদরা আমিন ২৬ রান করেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। আগামী ২৩, ২৬ ও ২৯ মে মাচগুলো অনুষ্ঠিত হবে।
