ইতিহাসের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের নারী আম্পায়ার

দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রথম আইসিসি নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার হয়েছেন ইংল্যান্ডের সু রেডফার্ন।

আম্পায়ারিং অবশ্য সু রেডফার্নের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন টুর্নামেন্টে এর আগেও তিনি আম্পায়ারিং করেছেন। এই ইংলিশ আম্পায়ারের কাছে এবারের উপলক্ষটা আরো বড়।

আসন্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য সু রেডফার্নকে প্রথম নিরপেক্ষ মহিলা আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে নিজের আম্পায়ারিং ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার ইচ্ছা এবং এতে নারী আম্পায়ারদের জন্য নতুন এক গতিবেগ তৈরী করবে বলে সু রেডফার্ন মনে করেন।

এনিয়ে তিনি আরো জানান,

“আইসিসি কর্তৃক প্রথম অফিসিয়াল মহিলা নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নামকরণ করা একটি সম্মানের এবং আমি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজ নিয়ে খুব উত্তেজিত”

এছাড়াও তিনি আরো মনে করেন এটি নারী কর্মকর্তাদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Exit mobile version