দক্ষিণ কোরিয়ার এবারের আসরের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার। কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে ২-০ গোলে দেশটি হারলেও দক্ষিণ কোরিয়ার হয়ে রেকর্ড গড়েছেন কাসি ফেইর। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলায় রেকর্ড গড়লেন কাসি ফেইর।
মাত্র ১৬ বছর ২৬ দিন। কলম্বিয়ার বিপক্ষে সিডনির ম্যাচে ৭৮ মিনিটে রেকর্ড গড়েছেন ফেইর। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলায় নতুন এই রেকর্ড গড়লেন কাসি ফেইর। এর আগে এই রেকোর্ডের ভাগিদার ছিলেন নাইজেরিয়ার ইফেনি চিয়েজিন। ১৯৯৯ বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে ইফেনি চিয়েজিনে মাঠে নেমেছিলেন।
স্ট্রাইকার কাসি ফেইরের জন্ম যুক্তরাষ্ট্রে। বাবা মার্কিনি হলেও মা দক্ষিণ কোরিয়ার। শিশুকালেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফেইর। যুক্তরাষ্ট্রের যুবদলে অনেক খেলেছেন ফেইরে। কিন্তু সিনিয়র দলে খেলতে গিয়ে দক্ষিণ কোরিয়ার হয়ে তার অভিষেক হলো।
প্রথম ম্যাচে পরাজয়ের অভিজ্ঞতা হলেও পরবর্তীতে মরক্কোর বিপক্ষেও ফেয়ারকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দলটির ইংলিশ কোচ কলিন বেল। যদিও এই বয়সে খুব বেশি মাত্রায় তার মধ্যে যেন প্রত্যাশার চাপ না থাকে সেই বিষয়টিও সতর্কতার সাথে দেখার আহবান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ান কোচ।