নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন বিদেশে খেলা নারী ফুটবলাররা। আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া ও মনিকা চাকমা। তবে একই ফ্লাইটে দেশে ফেরার কথা থাকলেও টিকিট জটিলতায় পিছিয়ে গেছেন শামসুন্নাহার সিনিয়র।
জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া এই পাঁচ ফুটবলারের মধ্যে চারজন ভুটানে খেলছিলেন ক্লাব ফুটবল। তাঁদেরই ক্যাম্পে ফেরার সময় একসঙ্গে আসার কথা ছিল। কিন্তু শামসুন্নাহার টিকিট না পাওয়ায় এখন ২১ জুন দেশে ফিরবেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা চাকমা।
এই পরিস্থিতিতে শামসুন্নাহারকে অনুশীলনের জন্য খুব অল্প সময়ই পাবে জাতীয় দল। এশিয়ান কাপ বাছাই অনুষ্ঠিত হবে মিয়ানমারে, জুনের শেষ সপ্তাহে। ২৪ অথবা ২৫ জুন দলটির মিয়ানমার যাত্রার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শামসুন্নাহারের হাতে প্রস্তুতির জন্য থাকবে মাত্র কয়েকদিন।
বর্তমানে ভুটানে বাংলাদেশ নারী দলের ১০ জন খেলোয়াড় লিগে খেলছেন। যদিও বাফুফের সঙ্গে তাঁদের চুক্তি রয়েছে, তারা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। ক্যাম্পে যোগ দিলেই কেবল সম্মানী ও ম্যাচ ফি পাবেন তারা।
বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ নারী দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। ফুটবলাররা তাই এখন পূর্ণ মনোযোগ দিচ্ছেন প্রস্তুতিতে।