ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপের জন্য চামারি আতাপাত্তুকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ ২০ জুলাই বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা।
শ্রীলঙ্কা নারী স্কোয়াড-
চামারি আতাপাত্তু (অধিনায়ক), ভিষ্মী গুনারত্নে, হার্শিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, কাভিশা দিলহারি, নিলাকশি ডি সিলভা, আনুশকা সাজওয়ানি, সুগান্ধিকা কুমারি, উদিশা প্রোবাধানি, আচিনি কুলাসুরিয়া, ইনোশি প্রিয়াদর্শনী, ক্যাওয়া কাভিন্দি, সাচিনি নিশানসালা, শাসিনি গিমহানিম ও আমা কাঞ্চানা।