কনকাকাফ নারী গোল্ডকাপের ফাইনালে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলছে ‘নর্থ, সেন্ট্রাল ও ক্যারিবীয়’ অঞ্চলের’ নারী ফুটবলারদের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট কনকাকাফ ওমেন্স গোল্ডকাপ’ এর লড়াই। সে লড়াইয়ের একেবারে শেষ ধাপ অর্থাৎ ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

প্রথম সেমিফাইনালে ব্রাজিল ৩-০ গোলে মেক্সিকোকে এবং দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্র টাইব্রেকে ৩-১ গোলে কানাডাকে পরাজিত করে।

বাংলাদেশ সময় আজ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় সানডিয়াগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিলো। পরে টাইব্রেকে প্রতিবেশী দেশকে ৩-১ গোলে হারায় যুক্তরাষ্ট্র।


ম্যাচের ২০তম মিনিটে জায়েডি রেসি শ’ এর গোলে লিড নিয়েছিলো যুক্তরাষ্ট্র। কিন্তু পামেলা হুইতেমার গোলে ৮২তম মিনিটে সমতায় ফিরে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ে আবারও লিড নেয় যুক্তরাষ্ট্র।

অতিরিক্ত সময়ের ৯ম মিনিটে স্কোরশিটে নাম তোলেন অলিভিয়া স্মিত। ১২০ মিনিট খেলা শেষ হওয়ার পর ইনজুরি সময়ের ৭ম মিনিটে ক্রিস্টিনা লিওনের পেনাল্টি গোলে সমতায় ফেরে কানাডা।

ফলাফল নির্ধারণী টাইব্রেকে চার শটের তিনটেই মিস করে কানাডা। আর তিনটাতে গোল করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে যায়  লিন্ডসে হোরানের দল।

একই মাঠে বাংলাদেশ সময় ভোর ছ’টায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ মেক্সিকোকে কোন সুযোগই দেয়নি। ম্যাচে তারা জয় পেয়েছে ৩-০ গোলে।

ম্যাচের ২১, ৩২ ও ৪৮তম মিনিটে একটি করে গোল করেন আদ্রিয়ানা, অ্যান্টোনিয়া ও ইয়াসমিন রিবেইরো।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ বাংলাদেশ সময় ভোর সোয়া ৬টায়।

Exit mobile version