পার্বত্য রাঙ্গামাটির সন্তান ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রশংসায় ভাসছেন ঋতু। কোচ বলেছেন, সে আরও উচু লিগে খেলার যোগ্যতা রাখে। বিদ্রোহী ফুটবলার হিসেবে আন্দোলনে যাওয়ার পর আবার কোচেরই নয়নমনি হয়ে গেছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের এই গোলস্কোরার জানালেন, তিনি জানেন না এই প্রশংসার তিনি কতোটা যোগ্য!
আগামীকাল তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে শেষ হচ্ছে বাংলাদেশ দলের বাছাইপর্বের মিশন। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
রাঙ্গামাটিতে নিজের বাড়িতে অসুস্থ মায়ের প্রসঙ্গ টেনে ঋতুপর্ণা বলেন, ‘মায়ের সাথে জোড়া গোলের কথা বলতেই মা যেন সুস্থ হয়ে গেছেন।’