জার্মানিকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নারী বিশ্বকাপে ফেভারিট ভারতের উড়ন্ত সূচনা

জার্মান মেয়েদের একটি আক্রমণ রুখে দিয়েছে বাংলাদেশ

নারী বিশ্বকাপ কাবাডিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। আজ বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে দেয়। আগামীকাল তৃতীয় ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও হট ফেভারিট ভারত নারী কাবাডি দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

জার্মানি নবাগত দল হিসেবে এবারই প্রথমবার বিশ্বকাপ খেলছে। ২০১২ সালের প্রথম বিশ্বকাপে অংশ নেয়নি তারা। এবার খেলতে নেমে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি তারা। প্রথম থেকেই স্বাগতিক মেয়েদের কৌশলের কাছে হিমশিম খেয়েছে জার্মান মেয়েরা। প্রথমার্ধেই তাই ২৮-৯ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ।

জার্মান দূর্গে বাংলাদেশের একটি আক্রমণের মুহুর্ত

দ্বিতীয়ার্ধে জার্মানির মেয়েরা কিছুটা ভালো খেলেছে। তাই কিছু পয়েন্টও স্কোর করতে পেরেছে। তবে বাংলাদেশের মেয়েদের ছন্দ আগের মতোই ছিল। যদিও রক্ষণের দিকটা কিছুটা নড়বড়ে হয়ে যায়। দ্বিতীয়ার্ধে তাই ২৯ পয়েন্ট স্কোর করেছেন রুপালীরা। আর জার্মান মেয়েরাও ১৮ পয়েন্ট অর্জন করেছে। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জিতেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে ভারতের উড়ন্ত সূচনা

দিনের প্রথম ম্যাচে ফেভারিট ভারত নারী কাবাডি দল উড়ন্ত সূচনা করেছে। তারা থাইল্যান্ড নারী দলকে ৬৫-২০ পয়েন্টের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে। প্রথমার্ধেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ৪১-৬ পয়েন্টের লিড নেয় ভারত। এরপর রিজার্ভ খেলোয়াড়দের ঝালিয়ে নিয়েছে তারা দ্বিতীয়ার্ধে। সেই সুযোগে থাই মেয়েরা দ্বিতীয়ার্ধে কিছুটা বেশি (১৪ পয়েন্ট) স্কোর করে।

আজই প্রথম ম্যাচ খেলেছে শক্তিশালী ভারত। ঘরের মাটিতে ২০১২ সালে প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয় ভারত। এবারও তারা শিরোপা জয়ের মিশন নিয়েই এসেছে। আর সেই আসরে থাইল্যান্ড সেমিফাইনাল খেলেছিল ।

নারী কাবাডি বিশ্বকাপে ভারত-থাইল্যান্ড ম্যাচের একটি মুহুর্ত

বাংলাদেশ দুই ম্যাচ খেললেও ভারত সবেমাত্র একটি ম্যাচই খেলেছে। বাংলাদেশ যেহেতু উগান্ডা ও জার্মানিকে পাত্তাই দেয়নি, ভারতের জন্যও সেই দুটি প্রতিপক্ষ কঠিন কিছু হবেনা বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ আগামীকালই হবে পুল ‘এ’-তে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বড় লড়াই। সন্ধ্যা ৬ টায় ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে। অবশ্য টানা দুই জয়ের পর বাংলাদেশ অধিনায়ক রুপালী ভারত ম্যাচ নিয়ে বলেছেন,‘সামনে ভারতের সঙ্গে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।’

ভারত ও বাংলাদেশ নারী কাবাডি দলের লড়াই থেকেই চলমান বিশ্বকাপে কোন দলের কি অবস্থা তা বোঝা যাবে পরিষ্কারভাবে। যদিও আজ থাইল্যান্ডকে পুরো ম্যাচে সবমিলিয়ে ৫ বার অলআউট করে নিজেদের শক্তির প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছে ভারত। তাই বাংলাদেশের মেয়েদের জন্য বড় ধরণের চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামীকাল। ম্যাচটিতে ভালো করলে বাংলাদেশের মেয়েদের এই আসরে দারুন কিছু করার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা জোগাবে।

Exit mobile version