নারী বিগ ব্যাশ লিগে অনবদ্য ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লাইজলি লি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে নারী বিগ ব্যাশে নতুন রেকর্ড গড়েছেন হোবার্ট হারিকেন্সের এই তারকা।
গতকাল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে লি খেলেন ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস, যা তাকে নারী বিগ ব্যাশের ইতিহাসে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে পরিচিতি এনে দেয়।
অ্যাডিলেইডের বিপক্ষে ম্যাচে লি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। যদিও ইনিংসের শুরুতে ব্যক্তিগত ২০ রানের মাথায় দুইবার ক্যাচ মিসের সৌভাগ্য পান তিনি, কিন্তু এরপর থেকে লি পুরোপুরি নিজের ছন্দে ফিরে আসেন। প্রথম ৫০ রান তুলতে তিনি খেলেন ৩৫ বল, তবে পরের ৫০ রান করতে লেগেছে মাত্র ২২টি বল। ইনিংসের ১৪তম ওভারে ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লি, যা তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হিসেবে নথিভুক্ত হয়।
এই ইনিংসে লি মারেন ১৩টি চার ও ৪টি ছক্কা। দুর্দান্ত এ ইনিংস শেষে রান আউট হয়ে সাজঘরে ফিরলেও তিনি ইতোমধ্যেই বিগ ব্যাশে নিজের অবস্থান আরও শক্তিশালী করে তুলেছেন। তার এই পাঁচ সেঞ্চুরি অর্জন করতে লেগেছে মাত্র ৮৫ ইনিংস, যা এক নজিরবিহীন কীর্তি। এর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালিসা হিলি ৫ সেঞ্চুরি করেছিলেন ১১৭ ইনিংসে, কিন্তু লি তাকে ছাড়িয়ে গেছেন কম ইনিংসে।