নারী কাবাডি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অভিজ্ঞ খেলোয়াড় রুপালীকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় শনিবার দুপুর আড়াইটায়। তবে দল ঘোষণার মাত্র ৪০ মিনিট পরই ভারত থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়, আগামী ৩ থেকে ১৩ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ আপাতত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমরা মেইল পাই। তারা চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অংশগ্রহণকারী দলগুলোর কন্টিনজেন্ট তালিকার ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় এই টুর্নামেন্ট স্থগিত করার কারণ হিসেবে দেখিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী সময় শীঘ্রই অবহিত করবে।’
টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বাংলাদেশ দলের নির্ধারিত ভিসা আবেদনের প্রক্রিয়াও আর সামনে এগোয়নি। তবে খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে ফেডারেশন জানিয়েছে, প্রস্তুতি ও ক্যাম্প চলমান থাকবে। ‘বিশ্বকাপ স্থগিত হয়েছে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের অনুশীলন কার্যক্রম চালিয়ে যাব। কাবাডির মান উন্নয়নে অনুশীলনের বিকল্প নেই,’ যোগ করেন নেওয়াজ সোহাগ।
সংবাদ সম্মেলনে শুধু দল ঘোষণা নয়, কাবাডি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানানো হয়। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়কালের জন্য বিস্তৃত ক্রীড়াপঞ্জি প্রকাশ করেছে ফেডারেশন। জাতীয় পর্যায়ে ১০টি এবং আন্তর্জাতিক পর্যায়ে ৭টি ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পের জন্য থাকছে ৪টি পৃথক কার্যক্রম।
প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়দের মাসিক বেতনের আওতায় আনার ঘোষণা এসেছে। শুরুতে বাহরাইনে অনুষ্ঠেয় ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য প্রস্তুত অনূর্ধ্ব-১৮ নারী দলের ২০ জনকে মাসিক ভাতা দেওয়া হবে। পর্যায়ক্রমে ছেলেদের দলও এই সুবিধার আওতায় আসবে। এ ছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য ও ইনজুরি বিমা সুবিধা চালু করা হয়েছে।
২৯ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। আটটি জোনে বিভক্ত এ প্রতিযোগিতার প্রতিটি জোনের নামকরণ করা হয়েছে নদ-নদীর নামে—যেমন পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি। প্রতিটি জোনের নির্দিষ্ট ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে বিজয়ী দলগুলো অংশ নেবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপে।
এ ছাড়া গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে ইনডোর জিমনেশিয়াম, সুইমিং পুল, হোস্টেলসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যা নারী-পুরুষ জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের প্রশিক্ষণে ব্যবহৃত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং পুলিশের ডিআইজি ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান।
